সিলেটশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভাষার মাস বরণে সিলেটে বর্ণমালার মিছিল

Ruhul Amin
ফেব্রুয়ারি ১, ২০২০ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সপ্তমবারের মতো সিলেটে বর্ণমালার মিছিলের মাধ্যমে বরণ করা হলো ভাষার মাস ফেব্রুয়ারিকে। শনিবার সকালে এ বর্ণামালা মিছিলের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। মিছিলটি জেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সেখানে ভাষা আন্দোলনের নৃত্য আলেখ্য পরিবেশন করেন ছন্দনৃত্যালয়ের সদস্যরা।

মিছিলে অংশগ্রহণকারীদের হাতেহাতে ছিলো লাল-সবুজের পতাকা আর ‘অ, আ, ক, খ’ বর্ণমালা এবং ১৯৫২, ১৯৭১ লেখা প্ল্যাকার্ড। মিছিলে অংশ নেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ। সবার কণ্ঠে ছিলো একুশে ফেব্রুয়ারির সেই অমর সংগীত- আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।

এছাড়া ভাষার মাস উপলক্ষে শহরের বিভিন্ন সড়কের পাশে দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ৫২’র ভাষা আন্দোলনের সেই দিনগুলো।

গত সাতবছর ধরেই সিলেটে বর্ণমালার মিছিলের মধ্য দিয়ে বরণ করা হচ্ছে ভাষার মাস।

মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন- জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাংস্কৃতিক সংগঠক ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ, ব্যারিস্টার আরশ আলী, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, আবৃত্তি সংগঠন উর্বশীর সভাপতি মোকাদ্দেছ বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংস্কৃতিক সংগঠক ইন্দ্রাণী সেন প্রমুখ।